ছাত্রজীবন হতে হাদি ছিলেন বেশ মেধাবী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণি হতে আলিম অবধি লেখাপড়া করেন। এখানে আছে তার অসংখ্য স্মৃতি। ছাত্রজীবন হতে তিনি ছিলেন অসম্ভব মেধাবী। সুবক্তার পাশাপাশি অন্যায়েয় বিরুদ্ধে কথা বলেন ছাত্রজীবন হতেই। আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে ওসমান হাদির দ্রুত দুস্থতা কামনাতে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসাতে দোয়া ও মোনাজাতে এই কথা বলেছেন তিনি।
ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকাতে। এখানেই কেটেছে তার ছোটবেলা। তার গুলিবিদ্ধ হওয়ার খবরে বাকরুদ্ধ হয়ে গেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ও ঝালকাঠিবাসী। তারা এই ঘটনার সুষ্ঠভাবে তদন্ত করে বিচার দাবি করেন।
স্বাধীনতার বার্তা / মেবি
