সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চাঁদপুরের ফরিদগঞ্জের সাহার বাজারে আগুন লাগার ঘটনায় সাব্বির আহমেদ নামের এক দোকান কর্মচারী নিহত হন। আগুনে বাজারের কমপক্ষে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ (২৭ ডিসেম্বর) সকাল বেলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় জয়নাল আবেদীনের মুদি দোকানে বৈদ্যুতিক শট-সার্কিট হতে এই আগুনের সূত্রপাত হয়েছে। এই সময় দোকানের কর্মচারী সাব্বির আহমেদ বের হওয়ার চেষ্টা করলে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়ে যায়। এছাড়াও, মূহুর্তেই আশপাশের দোকানগুলোতেও এই আগুন ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এইদিকে ব্যবসায়ীরা দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর