সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলাতে শারপিন মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে ছিলেন। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা বলেন, সন্ধ্যার পরে শারপিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের প্রাইমারি স্কুল সংলগ্ন চায়ের দোকান হতে বাড়ি ফিরছিলেন। তখন পথে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তাকে ধারালো অস্ত্রর মাধ্যমে এলোপাতাড়ি কোপায়। এরপর স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর পাঠায়। স্থানীয়দের সহায়তায় শারপিন মোল্লাকে গুরুতর আহত অবস্থাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন আমি নিজেও যাচ্ছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর