ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়াতে আধিপত্য বিস্তার নিয়ে গুলি করে সাদ্দাম হোসেন নামের এক যুবককে হত্যার ঘটনাতে নিহতের বাবা মামলা দায়ের করেন। এতে করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করা হয়।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতের দিকে নিহতের বাবা মোস্তফা কামাল ওরফে মস্তু বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাতে এই মামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানিয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এই মামলাটি গ্রহণ করা হয়। এছাড়াও আরো ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানা যায়।
এজহারনামীতে আসামিদের গ্রেফতারে পুলিশসহ নানা বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মাঝে তাদের গ্রেফতার করা হবে বলে বলেন ওসি।
স্বাধীনতার বার্তা / মেবি
