জানুয়ারি মাসের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই দেয়া হবে
জানুয়ারি মাসের শুরুতেই সকল শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেওয়া যাবে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল বেলা ভোলাতে এক সেমিনারে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন, শিক্ষকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে কাজ করছে সরকার। এরই মাঝে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়। সহকারী শিক্ষকদেরও ১১তম গ্রেড দেওয়ার চেষ্টা চলমান আছে।
উপদেষ্টা আরও বলেছেন, যেই সকল প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় সরকারি নানা দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
