ছেলে-মেয়েকে হত্যার পরে মায়ের আত্মহত্যা
বগুড়াতে শাহজাহানপুরে ছেলে-মেয়েকে হত্যার পরে মা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার মাঝিড়া এলাকাতে এই ঘটনা ঘটেছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এই তথ্য নিশ্চিত করেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেছেন, সকালে মা ও দুই শিশু ঘুম হতে না উঠার জন্য ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করে স্বজনরা। এরপর ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত ও বিছানাতে দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পান তারা। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
