বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তদাতাদের সম্মাননা প্রদান
বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি), সৈয়দপুর-এর ব্লাড ডোনেশন কমিউনিটির উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়ে গেল এক মহতী অনুষ্ঠান – "রক্তদানে সচেতনতা এবং রক্তদাতাদের সম্মাননা সনদ প্রদান"।
রক্তদান সম্পর্কে সাধারণের ভয় দূর করা, সকলকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং গত দুই মাসে যেসকল শিক্ষার্থী রক্তদান করেছেন, তাঁদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি, মহোদয়। তাঁর মূল্যবান বক্তব্য সকলকে অনুপ্রাণিত করে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিএম, পিএসসি, ইনফ মহোদয়।
ক্লাবের মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো: মামুন হোসেন, আইসিটি বিভাগীয় প্রধান এবং মডারেটর ডা. ফৌজিয়া জাহান, মেডিকেল অফিসার। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডিন মহোদয়, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা সনদ প্রদান করা হয়। প্রধান অতিথি উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমি গর্বিত, আমার এতোজন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেছে। ব্লাড ডোনেশন ক্লাব এভাবে সবসময় মানবতার পাশে দাঁড়াবে এবং শিক্ষার্থীরা নিজেদেরকে মানবিক গুণে গুণান্বিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।"
বিএইউএসটি ব্লাড ডোনেশন কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠান শেষে সাধারণ জনগণ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি রক্তদানে এগিয়ে আসার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, রক্তের অভাবে যেন কোনো মানুষ কখনো মারা না যায় এবং মানুষের প্রয়োজনে এই কমিউনিটি সর্বদা সবার পাশে থাকবে, ইনশাআল্লাহ।
