সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, দেশের যেকোনো রকম প্রয়োজনে নিরলসভাবে সর্বদা কাজ করবে বিমানবাহিনী। সকলের নিরলস পরিশ্রম বিমান বাহিনীটিকে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে বিমান বাহিনীর সদর দফতরে শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

পদক প্রদান শেষে বিমান বাহিনী প্রধান বলেছেন, আত্মতৃপ্তির চেয়ে বড় কোনো পদক হয় না। যারা পদক পাননি তাঁরা মন খারাপ না করে বরং আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। কোনোভাবেই উৎসাহ হারানো যাবে না। শান্তিকালীন পদকের সংখ্যা আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বছর বিমানবাহিনীর সর্বমোট ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনা  শান্তিকালীন পদক পেয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর