সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী ভাষণ দিবেন।

দেশের শীর্ষ আইনসেবকের দায়িত্ব হতে অবসরের পূর্বে এ বক্তব্য দিবেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি।

গত ২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ‘বিদায়ী ভাষণ’ দিবেন।

দীর্ঘ বিচারিক পেশাতে তিনি দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছেন। তার বিদায়ী বক্তব্যের মাঝে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর