সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন।

আজ বৃহস্পতিবার ভোরবেলা মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ইসমাইল হোসাইন হলো মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আজ মোটরসাইকেল ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সাথে সাথে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। যার ফলে ঘটনাস্থলেই আরোহী দগ্ধ হয়ে মারা যায়। এই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে যায়। কিন্ত দুর্ঘটনার পরেই চালক ও সহযোগী পালিয়ে যায়।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল উভয়টি জব্দ করা হয়েছে। এই ঘটনাতে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর