সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যেই আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, আওয়ামী লীগ তা সব চূর্ণ করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় গণমাধ্যমকে এই কথা বলেছেন তিনি। 

মির্জা আব্বাস বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা হবে বলে আশা করছে বিএনপি। 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেছেন, এই দলটি ৪৭ এবং ৭১-এ স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। 

বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান বলেছেন, বিজয়ের ৫৩ বছরে পরেও স্বাধীনতাকে খুঁজছে এই দেশের মানুষ। 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, রাতের বেলা ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে ২৪ এর এই গণঅভ্যুত্থান। এই সময়, আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছে তিনি। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর