বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ
বরগুনার পাথরঘাটাতে বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গতকাল (১৩ জানুয়ারি) জেলার উপজেলার খলিফার হাট এলাকাতে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, চায়ের দোকানে বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার এক পর্যায়ে জামায়াত কর্মী-সমর্থকদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। তাদের অভিযোগ হচ্ছে, জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। এতে করে সরোয়ার হোসেন ফারুক ও সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। তাদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠায়।
অপরদিকে, জামায়াত নেতাদের দাবি হচ্ছে, বিএনপি নেতাকর্মীদের হামলাতে তাদের দুই-তিনজন সমর্থক আহত হন। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এইদিকে, পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনাতে এখন অবধি কোনো মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
