বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু
নিজের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার সকালে রামুর পান্জেগানা বাজার এলাকাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম হলো চক্র দাস, বয়স ১৫ বছর। সে রাজারকুল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চক্র দাস ছুটির দিনে নিজের কামারের দোকানে কাজ করতে গিয়ে অসাবধানতার জন্য বিদ্যুতের সংস্পর্শ হয় ও গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, চক্র দাস রাজারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জলদাস পাড়ার প্রদীপ দাসের ছেলে ছিলেন। হৃদয়বিদারক এই ঘটনাতে পরিবার ও এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
