রাজধানী ও এর আশেপাশের জেলাতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলাতে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাতে ও নিরাপত্তা নিশ্চিত করতেই এইসব এলাকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, ঢাকা ও এর আশেপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
