খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন জাহিদ হোসেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ সংকটময় মূহুর্ত পার করছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দলের পক্ষ হতে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই কথা জানান।
এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ৫/৬ মিনিটের ব্রিফিংয়ে তিনি এই অবস্থাতে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া চান।
যদিও ব্রিফিংয়ের এক পর্যায়ে ডা. জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে বলেছেন, সাংবাদিকরা দীর্ঘ ৬ বছর আমাদের সহযোগিতা করেছেন। এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন বলেও বলেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
