সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তিকৃত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থাতে রয়েছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন। এর ব্যাখ্যাটা আপনাদের নিকট দিতে আমি চাই না। এইটাকে আপনারা ভেন্টিলেশন অথবা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।

গত ২৩ নভেম্বর রাতের বেলা স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা হতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। এরপরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতাতে ভুগছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর