সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেন, বেগম রোকেয়া ছিলেন সমাজ নির্মাণের পাথেয়। তিনি সমগ্র নারী সমাজকে আলোর পথে এনেছিলেন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল বেলা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন।

তিনি বলেছেন, বেগম রোকেয়া যেই আদর্শ আমাদের দিতে চেয়েছিলেন, পুরস্কারপ্রাপ্তরা সে পথেই নিয়ে যাবেন আমাদের।

প্রতিবারের মতো এইবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজন বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন ড. ইউনুস।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দিয়েছেন তিনি।

এইবার এই পদক পেয়েছেন- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর