বাউস্টে উদযাপিত হলো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
১০ নভেম্বর ২০২৫, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫ এর সোমবার এ বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট), সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।
বাউস্টের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন-এর সমন্বিত উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছিল মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে সম্মানিত ট্রেজারার লে. কর্নেল ড. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সালাউদ্দিন নয়ন উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, রংপুর বিভাগের সনামধন্য কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ এই আয়োজনে অংশ নেন। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটিং, আলোচনা সভা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। বক্তারা হিসাববিজ্ঞানের পেশাগত গুরুত্ব, নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর হিসাবচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পুরো আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করে।
স্বাধীনতার বার্তা/ইম
