BAUSTতে রম্য বিতর্ক প্রতিযোগিতায় পাত্রী হিসেবে কে সেরা?
সৈয়দপুর, ২৭ অক্টোবর, ২০২৫ এ বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি),
সৈয়দপুর ডিবেটিং সোসাইটির উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত হলো এক ভিন্নধর্মী ও হাস্যরসাত্মক বিতর্ক প্রতিযোগিতা – যার বিষয় ছিল: "পাত্রী হিসেবে কে সেরা?"। শিক্ষার্থীদের মধ্যে কৌতুকপূর্ণ বিতর্কের মাধ্যমে মেধা ও যুক্তির চর্চা বৃদ্ধি করাই ছিল এই ব্যতিক্রমী আয়োজনের লক্ষ্য।
এই সফল আয়োজনের নেপথ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য শিক্ষার্থীরা। সোসাইটির সদস্যবৃন্দ এই অনুষ্ঠানটি সফল করার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও ঐকান্তিক চেষ্টায় এমন একটি চমৎকার ও সফল রম্য বিতর্কের আয়োজন করা সম্ভব হয়েছে। তাঁদের এই কঠোর পরিশ্রম ও নিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি, মহোদয়। তাঁর উপস্থিতি পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
এই প্রতিযোগিতায় ছয়জন প্রতিযোগী 'পাত্রী' হিসেবে অংশ নেন এবং অত্যন্ত সাবলীল ও যুক্তিনিষ্ঠভাবে রম্য বিতর্কে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেন। প্রতিযোগী ছয়জনই চমৎকার বিতর্ক পরিবেশন করলেও, বিচারকদের রায়ে আজকের সেরা 'পাত্রী' হিসেবে নির্বাচিত হয়েছেন এআইএস (AIS) বিভাগের ২০তম ব্যাচের কৃতি শিক্ষার্থী নাজনীন আক্তার। তাঁর তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত যুক্তি ও হাস্যরসাত্মক উপস্থাপনা সকলকে মুগ্ধ করে।
আয়োজক কমিটি বিজয়ী নাজনীন আক্তারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তারা অংশগ্রহণকারী সকল বিতার্কিককে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "অংশগ্রহণ করাই মূখ্য।"
ডিবেটিং সোসাইটি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং ভবিষ্যতে এমন আরও আকর্ষণীয় ও শিক্ষামূলক বিতর্ক আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আগ্রহীরা এই সম্পূর্ণ রম্য বিতর্কটি দেখতে বিএইউএসটি ডিবেটিং সোসাইটির ফেসবুক পেইজে প্রচারিত লাইভ ভিডিওটি দেখে আসতে পারেন।
