বাউফলে ট্রলির চাপাতে এক শিশুর মৃত্যু
পটুয়াখালীর বাউফলে অবৈধ যান মাহেন্দ্রাট্রলির চাপাতে হাফসা ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত হাফসা উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খান ও জেবিনা আক্তার দম্পতির মেয়ে বলে পরিচয় জানা যায়।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালিশুরি স্লোব হাসপাতালের সামনের রাস্তাতে একটি ইটবাহি মাহেদ্রাট্রলি শিশু হাফসাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মারা গেছে সে।
এরপর স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ড নামক ইট ভাটা হতে মাহেন্দ্রাট্রলির চালক রফিক ও তার সহকারী রিফাতকে আটক করে পরে পুলিশের নিকট সোপর্দ করে দেয়। ঘাতক মাহেন্দ্রাট্রলি মীম ব্রিকস ফিল্ডের কিছু মালামাল পরিবহন করতো বলে জানা যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
