বাসে এক জবি ছাত্রীকে ধর্ষণের হুমকি
গাজীপুরের টঙ্গীতে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগে বাসচালক ও তার সহকারী ২ জনকে আটক করে পুলিশ। এই ঘটনাতে হুমকির প্রতিবাদ করার জন্য আরেক যাত্রীকে মারধরের অভিযোগে পৃথক মামলা হয়েছে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) পশ্চিম টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন—বাসচালক মো. আ. হালিম (২৯) ও তার সহকারী মো. আমির হোসেন (৪৫)। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অভিযোগ স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত বাসটি জব্দ করা হয়েছে ও আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. নাইম ইসলামের স্ত্রী উত্তরা হতে টঙ্গী যাচ্ছিলেন ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাসে করে। তিনি একটি সংরক্ষিত আসনে বসে ছিলেন। এই সময় বাসচালক তাকে উদ্দেশ্য করে উসকানিমূলক ও অশ্লীল মন্তব্য করেছেন। বাসটি টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমির সামনে পৌঁছালে ওই নারী বাস থামাতে বলেছেন। বাস চালক বাস না থামালে তিনি চিৎকার শুরু করে দেন। অভিযোগে বলা হয়েছে, এই সময় চালক তাকে বাসের ভেতরেই ধর্ষণ করার হুমকি দেন।
এই ঘটনাতে ভুক্তভোগী নারীর স্বামী জবি শিক্ষার্থী মো. নাইম ইসলাম পশ্চিম টঙ্গী থানাতে ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেন।
পশ্চিম টঙ্গী থানার ওসি মো. শাহীন খান বলেছেন, “এই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।”
স্বাধীনতার বার্তা / মেবি
