বালিয়াকান্দিতে এক কিশোরীর আত্মহত্যা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কিশোরী আত্মহত্যা করেছে। খবর পাওয়ার পর তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে সুমাইয়া (১৫) বাবু চেয়ারম্যানের ইটভাটার পাশে মেহগনি গাছের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সুমাইয়ার নানা আবুল বিশ্বাস বলেছেন, ‘আমার নাতিন ছোটবেলা হতে আমার বাড়িতে থাকে। সুমাইয়া দীর্ঘদিন হতে মানসিক রোগে ভুগছিল। আজ সোমবার সকাল ৭টার সময় বাড়ি হতে বের হয়। ১০টার সময় এক পথচারী দেখতে পান সুমাইয়া মেহগনি গাছের সঙ্গে ঝুলছে। এরপরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ীতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সুমাইয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল।
স্বাধীনতার বার্তা / মেবি
