আসছে মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’
এই মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ আসছে বলে জানায় আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানিয়েছে বিডব্লিউওটি। এতে বলা হয়েছে, ১৪ হতে ২০ ডিসেম্বর অবধি দেশে সক্রিয় থাকতে পারে এই শৈত্যপ্রবাহ 'পরশ'। এইটি সক্রিয় থাকার সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে এই পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে, যেটি ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫, যশোর ও চুয়াডাঙ্গাতে ১২ দশমিক ৪ এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। এবং মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০° সে.) হতে মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
