আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ সিইসি
দেশজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। যার অংশ হিসেবে আজ (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চার নির্বাচন কমিশনার। চূড়ান্ত হয়ে গেছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে সন্ধ্যার দিকে বা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয় নিশ্চিত করেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর বেলা, সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। বলেন, তফসিলে নির্বাচন সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি।
রেওয়াজ অনুসারে, আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর পূর্বে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাত করেছে পুরো কমিশন। এছাড়াও, আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করে ইসি।
স্বাধীনতার বার্তা / মেবি
