আজ অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা
দেশের নানা স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের জন্য স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি পরীক্ষা আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হচ্ছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থাতে আজকের এই পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল হতেই চট্টগ্রাম শহরের নানা পরীক্ষাকেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিও ছিল বেশ সন্তোষজনক। সব কিছু মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাগুলো।
কিন্তু অভিভাবকদের একটি অংশ বলেন, শিক্ষকদের আন্দোলনের জন্য পরীক্ষার সময় শিক্ষার্থীদেরকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এতে করে মানসিক চাপের মুখে পড়ছে সকল শিক্ষার্থীরা।
শিক্ষা কর্মকর্তারা জানান, চলমান সেশনজট কাটানোর জন্য পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পাবনা, সিলেটসহ কয়েক জেলাতে কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি পরীক্ষা।
স্বাধীনতার বার্তা / মেবি
