আজ জকসু নির্বাচনে ভোটগ্রহণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে শুরু হওয়া ভোটাভুটি শেষ হয়েছে বিকাল ৩টায়। সকালে কঠোর নজরদারির মাঝে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতিও। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত অনেক শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন, একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ সর্বমোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন লড়ছেন। নির্বাচনে মোট ভোটার হচ্ছে ১৬ হাজার ৬৬৫ জন। চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিয়েছে।
এছাড়াও, স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশগ্রহণ করেছে । এই নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন ও এজিএস পদে লড়ছেন ৮ জন প্রার্থী।
এইদিকে, জকসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু, প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারার জন্য তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা। মারধরের পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
