আজ ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা
ঢাকাতে ১৫ দিন অবস্থানের পরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির বাবার বাসা হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ডা. জুবাইদা। এই সময়, তার সাথে কোন দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিল না। ডা. জুবাইদা ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কন্যা জায়মা রহমানের সঙ্গে ফের ঢাকাতে ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়ার কারণে গত ৫ ডিসেম্বর ঢাকাতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী। গত ১৫ দিন তিনি বেগম জিয়ার চিকিৎসার দেখভাল করেছেন। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার ফলে লন্ডন ফিরে যাচ্ছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
