আজ বিকেলে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
ওসমান হাদির উপর হামলার ঘটনাতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার বিকেল ৩টার দিকে ফ্যাসিবাদবিরোধী সকল দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত করা হবে। গতকাল রবিবার রাতের বেলা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে একটি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
জাবের বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দিবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ নানা রাজনৈতিক দল। কিন্তু ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার হতে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে সে সমাবেশে অংশ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
স্বাধীনতার বার্তা / মেবি
