নির্বাচন ঘিরে এআই অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন করবে ইসি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে বিশ্বজুড়ে একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রযুক্তির যেকোনো ধরনের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) একটি সেন্ট্রাল সেল প্রতিষ্ঠা করবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন। এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন।
সিইসি তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন বেশ কিছুদিন ধরেই নির্বাচনি প্রক্রিয়ায় এআই এর সম্ভাব্য অপব্যবহার মোকাবিলার জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনের সময় অপতথ্য এবং ভুয়া খবর প্রতিরোধে আমাদের সবাইকে সক্রিয় ও সোচ্চার থাকতে হবে। তিনি আরও বলেন, কোনো তথ্য ভুয়া প্রমাণিত হলে, তা কারা যাচাই-বাছাই করবে (ফ্যাক্ট চেক) সেই কর্তৃপক্ষকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে।
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের ঠিক আগের রাতেও প্রযুক্তির মাধ্যমে অপপ্রচার চালানো হতে পারে। তাই কার কী দায়িত্ব এবং কোন পর্যায়ে কে কাজ করবে, তা স্পষ্টভাবে ভাগ করে নিতে হবে। তিনি দেশের পার্বত্য, দুর্গম এবং প্রত্যন্ত এলাকাগুলোতেও যেন এ ধরনের অপপ্রচার কার্যকরভাবে রোধ করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
