নবীজীর আদর্শ প্রচারে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত
আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুরা আম্বিয়ার ১০৭ নাম্বার আয়াতকে প্রতিপাদ্য করে পথচলা রাহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন আয়োজন করে সীরাতের সমৃদ্ধ আয়োজন 'রহমাতুল্লিল আলামীন কনফারেন্স'।
সংগঠনের সভাপতি মুফতি সাখাওয়াত হুসাইন রাজীর সভাপতিত্বে এবং মুফতি আহসান শরীফের সঞ্চালনায় শুক্রবার (১৭ অক্টোবর) প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির টিএসসি অডিটোরিয়াম মিলনায়তনে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দেশের শীর্ষ আলেমগণ।
এ আয়োজনে রসুলুল্লাহর জীবনী নিয়ে সীরাতকুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয়।
সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদের শুভেচ্ছা বক্তব্যে আলোচনা শুরু হয়। আলোচকগণ নবীজীবনের নানাদিক নিয়ে পূর্ব নির্ধারিত বিষয়ে আলোকপাত করেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আবু তাহের জিহাদী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক, মাাওলানা হাসান জামিল।
আরো বক্তব্য দেন, মুফতি ইমামুদ্দীন, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, শায়খ আবদুল মতিন মুজিব, মুফতি আবদুল আজীজ কাসেমী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফি, মুফতি আফজাল হুসাইন, মুফতি আবদুল কাইয়ুম হানাফি, মুফতি আকরাম হুসাইন, মুফতি আলামীন সরাইলি, মুফতি মাহবুব হাসান প্রমুখ।
