সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসাতে গ্যাসের লাইন লিকেজ হতে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। aj6 শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭), ও ইভা (৬)।

তাদের মাঝে ১জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন এবং ৫ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এই বিষয়টি জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ নিশ্চিত করেন।

দগ্ধদের মাঝে সাকিব ৭%, ইভা ২% (৬ বছর), আসিফ ৫%, আনেজা বেগম ১০% মুখ পুড়ে গেছে, নেবুলাইজার, অক্সিজেন দেওয়া হয়েছে, শ্বাসনালী পুড়ে গেছে কিছুটা, মনিরা হচ্ছে ৩৪ সপ্তাহের প্রেগন্যান্ট, তার পুড়ে গেছে প্রায় ৮ শতাংশ।

আহতদের স্বজনরা বলেন, ভোর বেলা হঠাৎ করে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটলে পরিবারের ৬জন দগ্ধ হয়ে যায়। খবর পাওয়ার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলমান রয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর