সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা যায়। সিঙ্গাপুরে নেয়ার প্রাথমিক অবস্থাতে আছেন বলে জানায় তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। ডা. আহাদ বলেন, ফুসফুস পূর্বের মতোই রয়েছে। লাইফ সাপোর্ট দিয়ে তার শ্বাস প্রশাস চলমান আছে ও কিডনিও কাজ করছে। মূল সংকট হলো এখন মস্তিষ্কের ইস্যু।

জানা যায়, এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেয়া হবে। সিঙ্গাপুর জেনারেল হাসাপাতালে ভর্তি ও ভিসা প্রক্রিয়া চলমান আছে। তার সফরসঙ্গী হলো তার ভাই আবু বকর সিদ্দীক।

ওসমান হাদির গুরুতর অসুস্থতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আশ্বাস দিয়েছে চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে। সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে, যার জন্য তার পরিবার ও 'ইনকিলাব মঞ্চ' সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ও সরকারের পক্ষ হতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর