৮ জেলার গভীর নলকূপের হিসাব চেয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগের ৮ জেলাতে স্থাপন করা গভীর নলকূপের হিসাব চেয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সকাল বেলা এই সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের নিকট পৌঁছেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর পরে প্রশাসনের উদ্যোগের একটি অংশ হিসেবে এই চিঠিটি দেওয়া হয়েছে। এ রকমের দুর্ঘটনা এড়ানোর জন্য বিএমডিএ, বিএডিসি ও ব্যক্তি পর্যায়ে স্থাপন করা সকল গভীর নলকূপের সংখ্যা আগামী ১৮ ডিসেম্বরের মাঝে জানতে চাওয়া হয়েছে।
এর পাশাপাশি আলাদা করে পরিত্যক্ত নলকূপকেও চিহ্নিত করার আদেশ দেওয়া হয়।
এর পূর্বে, গত ১০ ডিসেম্বর বুধবার দুপুর বেলা রাজশাহীর কোয়েলহাট গ্রামে মায়ের সাথে মাঠে গিয়ে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় ২ বছর বয়সী সাজিদ। ফায়ার সার্ভিস প্রায় ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেয়ার পরে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
স্বাধীনতার বার্তা / মেবি
