সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতের বেলা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেছেন।

এর পূর্বে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাতে গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান সর্বপ্রথম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। এরপরে আরেকটি আবেদনে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে র‍্যাব-২ জানতে পেরেছে, হামলাতে ব্যবহার করা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫। এরপরে বিআরটিএ হতে মালিকানা যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে শনাক্ত করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর