কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ
রাজধানীর ফার্মগেট এলাকাতে মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ক্ষতিপূরণস্বরূপ ১০ কোটি টাকা দিতে আইনি নোটিশ পাঠানো হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নিকট এই নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।
আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মাঝে ১০ কোটি টাকা ও কালামের পরিবারের যেকোনো একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। নাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ্য করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘গত ২৬ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর ৪৩৩ হতে দুটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এর মাঝে একটি বিয়ারিং প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে সে ঘটনাস্থলেই নিহত হন। নিহত কালাম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তার স্ত্রী আর দুটি সন্তান আছে। কালামের উপার্জনেই তার ছোট ভাই পড়াশোনা করছেন। মেট্রোরেল ব্যবস্থাপনার চরম গাফিলতি ও অব্যবস্থাপনার জন্য তিনি নিহত হয়েছেন। এর দায় সম্পূর্ণ মেট্রোরেল কর্তৃপক্ষের। মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের স্থাপনা ও সরঞ্জামাদি দেখভাল ঠিকমতো করেননি ও কোথায় কখন কী ধরনের ত্রুটি রয়েছে, সেটিও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ না করেই ত্রুটিযুক্ত অবস্থাতে মেট্রোরেল পরিচালনা করে আসছে; যা জননিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
