জমিয়তের দাওয়াতই আমার রাজনীতি
হালচাল ।। সাঈদ মাহমুদ
জমিয়তের দাওয়াতই আমার রাজনীতি
সিলেট-৪ এ এড.মোহাম্মদ আলী সাহেবের জুড়ি নেই। স্বয়ং বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা বলছেন, জমিয়ত এমন এক মানুষকে প্রার্থী করেছে, যার বিরুদ্ধে বলার মতো কিছু নেই।
বাস্তব কথা হচ্ছে তিনি একজন সৎ এবং পরহেজগার মানুষ। উনি ক্ষমতালোভী বা পদের রাজনীতি করেন না। তিনি জমিয়তের পতাকা, প্রতীক এবং দেওবন্দি আলেমদের প্রচুর মহব্বত করেন।এটাই তার চেতনা এবং রাজনীতি।
তিনি এমপি পদের জন্য রাজনীতি করলে ২০০১ এ তিনি এমপি হতে পারতেন। তিনি স্বয়ং আমার সাথে একান্ত আলাপচারিতায় একদিন বলেছেন যে, তৎকালীন সময় মুহী উদ্দীন খান রাহ.তাকে একান্তে ডেকে নিয়েছিলেন তার বাসায়। সকালে তাকে বলেন আপনাকে নিয়ে বিএনপির মান্নান ভুঁইয়ার সঙ্গে আলোচনা রয়েছে।
খান রা.বলেন, বিএনপি আমাদেরকে যদি একটা সীট দেয় সেটা হবে সিলেট-৪। সিলেট-৪ এর আসন নিশ্চিত করে অন্য আসনের আলোচনা হবে। তখন এড. মুহাম্মদ আলী সাহেব অপরাগতা প্রকাশ করেন। তিনি পরিষ্কার বলেছেন, আমি খেজুর গাছ ছাড়া অন্য মার্কায় নির্বাচন করব না। তিনি বলেন, আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করলে নিশ্চিত জয় বলা যায়, তারপরও আমি নির্বাচন করব না।
তিনি বলেন, আমি শায়খে কৌড়িয়া, গাজীনগরীসহ অসংখ্য মান্যবর আলেমদের নির্দেশে খেজুর গাছ মার্কার মহব্বতে প্রার্থী হয়েছি। এই চেতনা থেকে আমি কখনো সরে দাঁড়াব না। এবং বুজুর্গদের হুকুম পালন করতে যতবার খেজুর গাছের প্রার্থীতার হুকুম আসবে ততবারই আমি ইলেকশন করব ইনশাআল্লাহ।
জমিয়তের দাওয়াতই আমার রাজনীতি।
লেখক : সাবেক মুহাদ্দিস, মাযাহিরুল উলুম গাছবাড়ী কওমি মাদ্রাসা আকুনী সিলেট।
