সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভিন্ন ভাবনা ।। কাসেম ফারুক

কওমিতে পড়ে কী খাবে

আমরা জেনারেল ফ্যামিলি থেকে যারা মাদরাসায় আসি, তাদের একটা পুরনো খোচা সবসময়ই খেতে হয়। এই লাইনে পড়ে কী হবে! খাবো কী। খাওয়াবো কী! ফ্যামিলি, বাবা-মাকে চালাবো কীভাবে ইত্যাদি ইত্যাদি।

২০০৬/৭ সাল। তখন শরহে জামি পড়ি সম্ভবত। জামিল মাদরাসায়। এইসব খোচাখুচিতে বিভ্রান্ত হয়ে চলে গিয়েছিলাম মাদরাসার পাশেই ( মাদলা জালশুকা) আলিয়া মাদরাসায়। ভর্তি হবো বলে। দুদিন ক্লাস করলাম। ভালোই। একপাশে মেয়ে। একপাশে ছেলে। খারাপ না। তাছাড়া মাদরাসা থেকে আরো অনেক সুযোগ-সুবিধার কথা জানানো হলো। বই, গাইড, এক্সটা ক্লাসছাড়াও পরীক্ষার প্রস্তুতিমূলক আরো যতরকম সহোযোগিতা লাগে তারা করবেন।

কি জানি কী হলো, আর গেলাম না। পরীক্ষাও দেয়া হলো না। না খেয়ে মরার একটা ভয় রয়েই গেলো।

২০১২/১৩ সাল। আদব শেষ করে একটা পত্রিকায় ঢুকলাম। কল্যানপুর জামিয়া ইমাদিয়ায় অফিস। ভবনের নিচের দুই তলায় স্কুল। সিফাত আইডিয়াল একাডেমি। জাহাঙ্গীর স্যার ও সবুজ স্যার আমাদের একটা সার্টিফিকেটের গুরুত্ব বুঝাতেন একটু অবসর পেলেই। আমি ছিলাম, সাঈদ, রহমত, আমিনসহ আরো কারা কারা যেন রাজী হলাম উন্মুক্ততে ভর্তি হবো। স্যাররা পাশেই টেকনিক্যাল উন্মুক্ত স্কুল থেকে ফরম ফিলাপ করিয়ে বইটই সব ম্যানেজ করে দিলো। সপ্তাহে শুক্রবার শুধু ক্লাস করলেই হবে। বাকি পরীক্ষার আর কী কী প্রিপারেশন নিতে হবে -সব তারা দেখবে।

সে উন্মুক্ত স্কুলেও আর যাওয়া হয় নি। পরীক্ষাও দেয়া হয় নি। একটা সার্টিফিকেটের অভাবও আর পূরণ হয় নি।

নিঃসন্দেহে যেই শিক্ষক মহোদয়গণ আমাদের জন্য এতো কষ্ট করেছেন তারা উত্তম মনের অধিকারী। তাদের নির্মোহ এই আহবানের প্রতি আমার বিন্দুমাত্র বিদ্রুপ নেই। তবে তাদের এই মাদ্রাসার শিক্ষা নিয়ে যে অবজ্ঞা আছে সেটা আমার কাছে বা আমরা যারা একক মাদরাসা শিক্ষায় স্বচ্ছ, স্বাভাবিক ও সানন্দে আছি তাদের কাছে বরং বিস্ময়কর।

আজ যারা শিক্ষক হয়ে প্লাস্টিকের থালা হাতে রাস্তায় বসে আছেন। তারা সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত। সার্টিফিকেট আছে সবার। তাদের মাঝে খুঁজলে হয়তো আমার অই শিক্ষকদেরকেও পাবো যারা আমাদের একটা সার্টিফিকেটের গুরুত্ব বোঝাতেন। বলতেন কওমি মাদরাসায় পড়ে কী হবে। কয় টাকা কামাই করবা। নিজে কী খাবা, কীভাবে চলবা!

তারা কি দেখে না, আমরা কীভাবে চলি। আল্লাহ আমাদের কীভাবে চালান। আল্লাহ আমাদের যাবতীয় পেরেশানি থেকে দূরে রাখন। নিরাপদে রাখুন।

লেখক : সিইইউ, বহুরঙ

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর