সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মাহমুদ আসাদ মাদানী তনয়কে অভিনন্দন

জমিয়তে উলামা হিন্দ উত্তর প্রদেশের সেক্রেটারি নিযুক্ত হওয়ায় অভিনন্দন

কায়েদে মিল্লাতের নয়নের মণি সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী তনয় মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানীকে উত্তর প্রাদেশিক সেক্রেটারি নিযুক্ত করায় আন্তরিক অভিনন্দন জানাই।

জমিয়তে উলামা হিন্দ কেবল অতীতের উদ্দীপনামূলক কাহিনী শোনানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। এ কথা দিবালোকের মতো স্পষ্ট। যার উদাহরণ সাম্প্রতিক নির্বাচন। এতে নতুন প্রজন্মকে বড় পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আর জমিয়তে উলামা উত্তর প্রদেশ তো যেন তরুণ আলেমদের কেন্দ্রে পরিণত হয়েছে। যা খুবই আনন্দদায়ক, কারণ—

"এগিয়ে চলো হে মুসাফির, তরুণ সংকল্পের চেয়েও আগে,

তরুণ সংকল্পই তো থাকে প্রতিটি কাফেলার আগে আগে।"

তরুণরা দেশ ও জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা ও প্রশিক্ষণের অলঙ্কারে সজ্জিত করে মুরব্বিদের দোয়া ও নির্দেশনায় কঠিন থেকে কঠিনতর কাজও সহজে সম্পাদন করা যায়। অভিনন্দন পাওয়ার যোগ্য সেসব ব্যক্তি, যারা উম্মাহকে এমন সন্তান উপহার দিয়েছেন, যারা আজ নেতা ও অনুকরণীয় ব্যক্তিত্ব।

আমি আমার নিজের এবং জমিয়তে উলামা কসবা লাওড়-এর পক্ষ থেকে সমস্ত তরুণ আলেম, বিশেষ করে ফিদায়ে মিল্লাতের দৌহিত্র, মিল্লাতের গর্ব, প্রিয় হযরত মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী দামাত বারাকাতুহুম, সম্মানিত সাহেবজাদা (ফিদায়ে মিল্লাতের জানেশীন, জমিয়ত নেতা হযরত আকদাস মাওলানা সাইয়িদ মাহমুদ আসআদ মাদানী )-কে জমিয়তে উলামা উত্তর প্রদেশের সেক্রেটারি নিযুক্ত হওয়ায় অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।

দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আপনার সম্মানিত পিতা এবং দাদা-পরদাদার পদাঙ্ক অনুসরণ করে উম্মাহর নেতৃত্বের জন্য কবুল করুন। আমীন।

"তোমার পূর্বপুরুষদের মতো আমরা তোমার কাছেও কৃতজ্ঞ,

তারকাদের মাঝে তুমি যেন পূর্ণিমার উজ্জ্বল চাঁদ।

আমরা আল্লাহর দল, তোমার নেতৃত্বে হে নেতা,

আমরা তোমার নানার মেহমান, আর তুমি আমাদের মেজবান।"

মুহাম্মদ আবিদ

সভাপতি, জমিয়তে উলামা, কসবা লাওড়, জেলা মিরাট

২৪ অক্টোবর ২০২ (মূল লেখায় সাল অসম্পূর্ণ)

উর্দু থেকে অনূদিত

-মামনুন আবির

স্বাধীনতার বার্তা/মায়া

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর