আল্লাহ প্রিয় ফরিদীকে ক্ষমা করুন : রুহুল আমীন সাদী
এক দুপুরে পুরানা পল্টনে দেখা হলো এই মানুষটির সাথে। কিছুটা অসুস্থ এবং বিমর্ষ ছিলেন। আমি কাছে গিয়ে বললাম, আপনি ফরিদী ভাই না?
মাথা নেড়ে বললেন, আমি আবদুল কুদ্দুস ফরিদী৷ আমি কিছুটা অসুস্থ৷ সাপ্তাহিক মুসলিম জাহান পত্রিকায় চাকরি ছিলো। ছেড়ে দিয়েছি।
আমি বললাম, দৈনিক নয়া দিগন্ত প্রকাশ হচ্ছে। ওখানে জয়েন করেন।
বললেন, আমার তো ওখানকার কারো সাথেই পরিচ নেই।
আমি নয়া দিগন্তের তৎকালীন সম্পাদক মাসুদ মজুমদার ভাইকে ফোন করে ফরিদীর বিস্তারিত বললাম।
উনি বললেন, তাকে সিভি সহ অফিসে পাঠিয়ে দেন৷
ফরিদী ভাই নয়া দিগন্ত পত্রিকায় চাকরি করেছেন দীর্ঘদিন।
আজ শুনলাম এই সহজ সরল কবি ও ছড়াকার ফরিদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফরিদী ভাই তার একটা বইও আমাকে উৎসর্গ করেছিলেন।
এরপর অনেক দিন ফরিদীর সাথে দেখা নাই। খবরও জানতামনা৷ আজ শুনলাম তিনি অনন্তকালের পথে চলে গেছেন।
আল্লাহ প্রিয় ফরিদীকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।
লেখক : রাজনীতিক ও রাজনীতি বিশ্লেষক
