হৃদয় শীতল করে কাবা
ফিরে দেখা ।। মুফতি আহসান শরীফ
হৃদয় শীতল করে কাবা
ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদীনা। যে ফুলের সুবাসে মন টেকে না...!
সত্যিই বারবার ছুটে যেতে ইচ্ছে হয় নবীজীর মাতৃভূমী পবিত্র মক্কাতুল মুকাররমা। মদীনাতুল মুনাওওরায়।
দুটি জায়গারই আলাদা বৈশিষ্ট্য। আলাদা ইতিহাস। আলাদা আবহ। আলাদা টান।
মক্কার দৃশ্য চোখে ভেসে উঠলেই হৃদয় শীতল হয়ে আসে। অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। আল্লাহর জন্য অকৃত্রিম ভালোবাসায় প্রাণ সঞ্চারিত হয়।
সীমানা, দেশ, ভাষা, বর্ণ, ধনী ও দরীদ্র, সব কিছুর ঊর্ধ্বে ওঠে মুমিনপ্রাণ একাকার হয়ে ওঠে। আল্লাহর ইবাদতে সফে দিতে স্ত্রী, সন্তান, বাবা-মা এবং শিশু-বুড়ো, সক্ষম, অক্ষম, সবাই হাজির। সবার টার্গেট কাবা। বাইতুল্লাহ। কালো গিলাফ। হাজরে আসওয়াদ। রুকনে ইয়ামানি। কাবাচত্বর, সফা, মারওয়া এবং নবী রাসুলগণের স্মৃতিবিজড়িত বারাকায় ধন্য মক্কার ধূলিকণা।
উদ্দেশ্য এক আল্লাহর সন্তুষ্টি। ভালোবাসা লাভ। দুনিয়ায় স্বস্তি। আখিরাতে মুক্তি। সুখময় জীবন।
সকাল, দুপুর, সন্ধ্যা, রাত কিংবা ভোর। ওমরাহ পালনকারী আল্লাহপ্রেমী মানুষের আগমন চোখে পড়ার মতো। পরিবারসহ সবগুজারিতে ব্যস্ত আরব অনারব দীনপ্রিয়, ইসলামপ্রিয় মানুষ। খাবার নিয়ে কাবা চত্বরে হাজির। কখনো কুরআন তিলাওয়াত। কিয়ামুল লাইল আদায়। কখনো দীনচর্চা। কখনো পরিবার নিয়ে একান্তে ঈমানচর্চা। বাড়তি খাবার এনে ইবাদতকারীদের বিনয়ের সঙ্গে হাদিয়া প্রদান। শিশুদের উন্মুক্ত ছেড়ে দেয়া। মনের আনন্দে দৌড়ে বেড়ানো। নিরাপদ আনন্দ উপভোগ। অন্যদের দৃষ্টিকাড়া। বাবার কাঁধে চড়ে তওয়াফ করা।
চলতে অপারগ স্ত্রীদের চেয়ারে বসিয়ে তাওয়াফ করানো। কেউ আবার মাকে, বাবাকে, দাদা, নানা, দাদি, নানি কিংবা চলতে অপারগ মুরব্বিদের বসিয়ে মনের আনন্দে চেয়ার নিয়ে দৌড়িয়ে তওয়াফ করানো। সাঈ করানো।
দলবদ্ধ মানুষের লাব্বাইক ধনিতে হেরেম শরিফে প্রবেশ করা। এক আওয়াজে দোয়া পড়তে পড়তে তাওয়াফ করা। নিজের, পরিবারের, দেশ এবং মুসলিম উম্মাহর জন্য, আখেরাতের জন্য দোয়া করা।
আল্লাহু আকবার। এ দৃশ্য চোখ উপভোগ করে। হৃদয় ধারণ করে। মনকে শস্তি দেয়। বাইতুল্লাহর ভালোবাসা বাড়িয়ে দেয়।
তওয়াফ ও সাঈর ক্লান্তি দূর করে ঝমঝম। মাউঝমঝম। বেহেশতের সরাব। সুপ্রিয় পানি। ঝমঝম অধিক পান করেও অনাগ্রহ, অনীহা আসে না পানকারীর। ভালো লাগা শেষ হয় না। ধীর ঈমান ও বিশ্বাস নিয়ে পান করলে সব প্রয়োজন পুরো হবে এমন বানী রেখে গেছেন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মা-উ-ঝমঝমা লিমা শুরিবা লাহু। ঝমঝম যে উদ্দেশ্যে পান করা হয়, তা পুরো হয়।
লেখক : প্রিন্সিপাল, জামিয়াতুল বালাগ ঢাকা ও রওজাতুল বানাত ঢাকা
