সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাজীপুরের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জহিরুল উলুম মহিলা মাদ্রাসা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক অনুপ্রেরণামূলক ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সকাল ১১টার দিকে মাদ্রাসার অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার মুহতামিম মুফতি উবায়দুল হক খান, যিনি দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি আলহাজ জহিরুল ইসলাম।

কিরাত তেলাওয়াত ও হামদের চমৎকার পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠানটির সূচনা হয়েছে। এরপরে মাদ্রাসার শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সকল শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মানসূচক বই পুরস্কার তুলে দেয়া হয়েছে। এছাড়াও সব কৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে কলম পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে, যেটি তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

প্রধান অতিথি আলহাজ জহিরুল ইসলাম তাঁর অনুপ্রেরণাদায়ক বক্তৃতাতে বলেছেন, 'নারী শিক্ষার বিস্তারই সমাজের উন্নয়নের চাবিকাঠি। এ মাদ্রাসা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যাতে করে আমাদের মেয়েরা ইসলামি ও আধুনিক শিক্ষাতে সমৃদ্ধ হয়ে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয়।' তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, 'জ্ঞান অর্জনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই তোমাদের সকলের উচিত মন-প্রাণ দিয়ে পড়াশোনা করা ও আদর্শ মুসলিম নারী হিসেবে নিজেকে গড়ে তোলা।'

সভাপতির বক্তব্যে মুফতি উবায়দুল হক খান বলেছেন, 'আমাদের মাদ্রাসা শুধুমাত্র বইয়ের জ্ঞান নয় বরং নৈতিকতা, চরিত্র গঠন ও ইসলামি আদর্শে সকল শিক্ষার্থীদের গড়ে তুলতে সচেষ্ট। আজকের এ পুরস্কার শুধুমাত্র উৎসাহ নয়, বরং দায়িত্ববোধের একটি প্রতীক।' তিনি সকল শিক্ষকদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করে বলেছেন, 'তাদের অবদানের জন্যই আমাদের শিক্ষার্থীরা নিয়মিত সাফল্য অর্জন করতে পারছে।'

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর