মুন্সিগঞ্জ হাফীজনগরে ৩ দিনব্যাপী ইসলাহী জোড়
পূর্বরাখি, হাফীজনগর, দিঘীর পাড়, মুন্সিগঞ্জ ‘মাদানী কমপ্লেক্স’ সংলগ্ন পদ্মা নদীর তীরে ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা, প্রখ্যাত আলেমের দ্বীন ও শায়খে ত্বরিকত আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা. এর নিবিড় তত্ত্বাবধানে ও রাহনুমায়ীতে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী হাফীজনগর ইসলাহী জোড়।
মাদানী মজলিস বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত তাসাউফ, আত্মশুদ্ধি ও দ্বীনি আমলের এ বিশাল সমাবেশে দেশ-বিদেশের খ্যাতনামা আলেম-ওলামা ও বুজুর্গানে দ্বীন অংশগ্রহণ করেছেন।
এই ইসলাহী জোড় কেবল একটি সমাবেশ নয় – এটি এক আত্মার আহ্বান, এক নবজাগরণের যাত্রা। এখানে মানুষ তার হারানো প্রভুকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় ফিরে আসে, নবীজী সা.-এর সুন্নতের ছায়ায় জীবন পরিচালনার আগ্রহ ও উদ্দীপনা জাগিয়ে তোলে । এটা এমন এক আন্দোলন যেখানে মানুষ আল্লাহওয়ালাদের সোহবত থেকে নিজেকে নতুন ভাবে গড়ার শক্তি,সাহস ও অনুপ্রেরণা খুঁজে পায়।
সেই উদ্দেশ্য ও মাকসাদকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে গতবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
গত বছর দেশের ৮টি বিভাগের মধ্যে ৭ বিভাগের প্রায় ৩০ জেলা থেকে আগত ১৫০টির অধিক জামাতের প্রায় ২০,০০০ মুসল্লী এই জোড়ে অংশগ্রহণ করেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, জোড়কে কেন্দ্র করে পূর্ববর্তী বছরের তুলনায় এবার প্যান্ডেলের পরিসর আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অজুখানা, টয়লেটসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ক্ষেত্রেও যথেষ্ট সম্প্রসারণ আনা হয়েছে।
গতকাল থেকে শুরু হওয়া এই এই ইসলাহী জোড়ে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামগন উপস্থিত হয়েছেন। আজকে জুমার নামাজ পূর্ব বয়ানে দারুল উলুম দেওবন্দের মজলিশে শূরার সদস্য আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরি হাফিজাহুল্লাহ আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের উপকারিতার কথা উল্লেখ করে বলেন , সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, তাহলে নাজাত পাওয়া সহজ হবে।
অনুষ্ঠানে তাশরিফ আনবেন ভারতের প্রখ্যাত আলেম দ্বীন, কায়েদে মিল্লাত, সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দামাত বারাকাতুহুম। গতকাল থেকে শুরু হওয়া উক্ত ইসলাহি আগামীকাল ১৫ নভেম্বর শনিবার আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে।
সরেজমিনে ঘুরে প্রতিবেদনটি তৈরি করেছেন স্বাধীনতার বার্তার নিজস্ব প্রতিবেদক আবুদ্দারদা আব্দুল্লাহ
