সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মুসলমানদের জীবনযাপন ও ইসলামী সংস্কৃতিতে মুগ্ধ হয়ে বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক কোরিয়ান যুবক।

স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে প্রবেশ করেন।

নওমুসলিম ওই যুবকের নাম গোয়ানগো (২৯)। তবে, ইসলামে দীক্ষিত হওয়ার পর নাম বদলে তার নতুন নাম রাখা হয়েছে আনওয়ার। যার অর্থ আলো। এটি আরবি শব্দ ‘নূর’র বহুবচন।

আনওয়ারকে কালিমা পড়ান বাংলাদেশের মরহুম শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিমবিল্লাহ রহ.-এর শিষ্য, আনসান জামে মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশী আলেম মুফতি ফয়জুল্লাহ আমান।

তিনি স্বাধীনতার বার্তাকে জানান, আনওয়ার কিছুদিন আগে মিসর ঘুরতে যান। সেখানেই প্রথমবারের মতো তিনি ইসলামী সংস্কৃতির স্পর্শ পান এবং মুসলমানদের সাথে ভালোভাবে মেশার চেষ্টা করেন। তারপর থেকেই ইসলাম সম্পর্কে তার মধ্যে জানার আগ্রহ তৈরি হয় এবং অবশেষে শ্বাশত এই ধর্মে দীক্ষিত হলেন।

মুফতি ফয়জুল্লাহ আমান স্বাধীনতার বার্তাকে বলেন, ‘সত্যিই, আল্লাহ যাকে চান তিনিই কেবল হিদায়েত প্রাপ্ত হন।’

একই দিন কিম চাং ইয়ং নামে আরেক যুবক আনসান মসজিদে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যুবকটি হুন্দাই কোম্পানির তরুণ ইঞ্জিনিয়ার।

ইয়ংয়ের মরক্কো, আলজেরিয়া ও ফিলিস্তিন থেকে আসা কয়েকজন আরব বন্ধু ছিল। এর মধ্যে তার ফিলিস্তিনি বন্ধুর কাছে ইসলাম সম্পর্কে জানেন এবং ইসলাম গ্রহণ করেন।

তিনিও ইসলামে প্রবেশের পর পুরনো নাম বদলে নতুন নাম রেখেছেন কিম আমান। মুফতি ফয়জুল্লাহ আমান কিম আমানকে কোরিয়ান ভাষায় শাহাদাহ পাঠ করান।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর