আখেরি মোনাজাতে শেষ হলো খুরুজের জোড়
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দোয়ার দ্বারা শেষ হলো তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়।
আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল বেলা ঢাকা, গাজীপুরসহ আশেপাশের নানা জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়াতে অংশ নিয়েছেন প্রায় ৭২টি দেশ হতে আসা আড়াই হাজার বিদেশি মেহমান ও দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ হেদায়েতি বয়ান শুরু করেছেন। যারা আল্লাহর রাস্তাতে বের হচ্ছেন, তাদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন তিনি।
হেদায়েতের বয়ানের পরে সকাল বেলা ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু এবং ৮টা ৪৪ মিনিটে শেষ হয়েছে। এই সময় ‘আমিন… আমিন…‘ধ্বনিতে কম্পিত হতে থাকে সম্পূর্ণ টঙ্গী ময়দান। দোয়া পরিচালনা করেছেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এইসব তথ্য জানান।
স্বাধীনতার বার্তা / মেবি
