সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পশ্চিম জাপানে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল বেলা ৬.২ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, এই ঘটনাতে সুনামি সতর্কতা এখনো জারি করা হয়নি ও তাৎক্ষণিকভাবে বড় রকমের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে অগভীর গভীরতাতে এই ভূকম্পনটি অনুভূত হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ হিসেবে রেকর্ড করে।

জাপানের শিন্ডো স্কেলে ইয়াসুগি শহরে কম্পনের মাত্রা ‘উচ্চ পাঁচ’ হিসেবে ধরা পড়ে। এ মাত্রার কম্পনে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে ও যানবাহন চালানো বেশ কঠিন হয়ে পড়ে।

জেএমএ আরো জানিয়েছে, একই এলাকাতে অল্প সময়ের ব্যবধানে ৪.৫, ৫.১, ৩.৮ ও ৫.৪ মাত্রার বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। কিন্তু এইসব ক্ষেত্রেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ভূমিকম্পের পরে সকাল ১০টা ৪৫ মিনিট অবধি শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানায় বিদ্যুৎ কোম্পানি চুগোকু ইলেকট্রিক। এইদিকে বিদ্যুদ্বিভ্রাটের জন্য শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু এইটি ভূমিকম্পের সাথে সরাসরি সম্পর্কিত কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে জাপানের সামরিক বাহিনী আকাশপথে জরিপ চালাচ্ছে বলে জানানো হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর