এইবার ভারতে ভূমিকম্প
ভারতে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, স্থানীয় সময় আজ (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় মণিপুর রাজ্যে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু এতে করে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর পূর্বে ভুটান ও বঙ্গোসাগরেও ক্ষুদ্র মাত্রার আরো দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে, যেটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩ মাত্রার ভূমিকম্প হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
