ভেনেজুয়েলা হবে আমেরিকার জ্বালানি হাব বললেন মাচাদো
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, একটি ‘মুক্ত ভেনেজুয়েলা’ উত্তর ও দক্ষিণ আমেরিকার ‘জ্বালানি হাব’ কিংবা প্রধান জ্বালানি কেন্দ্রে পরিণত হবে। ওয়াশিংটন হতে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সমৃদ্ধ দেশ হিসেবে ভেনিজুয়েলা এ লক্ষ্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, ‘আমরা ভেনেজুয়েলাকে আমেরিকার প্রধান জ্বালানি কেন্দ্র হিসেবে রূপান্তর করব।’
স্বাধীনতার বার্তা / মেবি
