সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

দক্ষিন এশিয়ার রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার ঝড়ের কেন্দ্রবিন্দু নেপাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এটি দ্রুতই ভয়াবহ রুপ নেয়।অন্তত ২০ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়।

বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালান এবং একাধিক রাজনীতিবিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নেপাল ভারতের একেবারে ঘনিষ্ঠ দেশ। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত ১,৭৫০ কিলোমিটার দীর্ঘ। সীমান্তের অধিকাংশ জায়গা ভারতের সঙ্গে সরাসরি সংযুক্ত। ফলে সীমান্ত পুরোপুরি উন্মুক্ত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের ঘটনাবলি নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি নেপালের জনগণকে শান্তিপূর্ণ পথে এগুনোর আহ্বান জানান। পরে মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে তিনি জরুরি নিরাপত্তা বৈঠকও করেন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহোযোগিতা সংস্থা (সার্ক) কার্যত অচল হয়ে আছে। পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ। বাংলাদেশের নতুন অন্তবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন। এইদিকে মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে আছে। আর এখন নেপালের অস্থিরতা দিল্লির কূটনৈতিক বোঝা আরও বাড়াল।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর