ভারতে বাড়ছে ধনীর সংখ্যা, সবচেয়ে বেশি মুম্বাইয়ে
বছরে কোটি রোপি আয় করা ভারতীয় নাগরিকের সংখ্যা গত বছরে বেড়েছে। সমীক্ষা সংস্থা হুরুন ইন্ডিয়ার হিসাব অনুসারে, গত ছয় বছরে কোটি রুপি আয় করা ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় তিন গুন। শুধু তা-ই নয়, এই অঙ্ক আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি সম্পদশালী মানুষের বসবাস মুম্বাইয়ে। ব্যক্তিগত আয়ের নিরিখে 'মাসির্ডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ, ২০২৫' শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে এই বেসরকারি সংস্থা। আয়কর রিটার্নের তথ্য উল্লেখ্য করে সেখানে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরে বছরে কোটি রুপি রোজগার করে- এমন ব্যক্তির সংখ্যা ছিল মাএ ৮১ হাজার। ২০২৩-২০২৪ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার। খবর ইকোনমিক টাইমসের।
রিপোটর্টি প্রকাশের পাশাপাশি প্রথম মার্সিডিস-বেঞ্জ হুরুন ইনডেক্স (এমবিএইচএক্স) ও লাক্সরি কনজ্যুমার সার্ভে ২০২৫ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ভারতের 'মিলিয়নিয়ার রাজধানী' হলো মুম্বাই; সেখানে ১ লাখ ৪২ হাজার সম্পদশালী পরিবারে বসবাস।
জরিপে দেখা যায়, ধনীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি ( ইউপিআই অ্যাপ ব্যবহার করেন ৩৫ শতাংশ)। বিনিয়োগের ক্ষেএে তাঁদের পছন্দের তালিকায় শীর্ষে আছে শেয়ারবাজার, আবাসন ও স্বর্ণ। ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি আস্থা অর্জন করেছে রোলেক্স, তানিস্ক, এমিরেটস ও এইচডিএফসি ব্যাক।