তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে নিশ্চিত করেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি।
এক্স (সাবেক টুইটার )-এ দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আমাদের দূতাবাস ভবনের সন্নিকটে আঘাত হানে। এতে কাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
রাষ্ট্রদূতের ভাষ্যমতে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আজ সোমবার জেরুজালেম এবং তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ থাকবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে হাকাবির বিবৃতি অনুযায়ী, দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যৎ নির্দেশনা না দেওয়া পর্যন্ত কূটনৈতিক কার্যক্রম সীমিত থাকবে।
সংঘর্ষপূর্ব উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই হামলাকে বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা